কিডনি রোগের কারণ কি? বা কি কি কারণে কিডনি রোগ হয় বা কিডনি কেন নষ্ট হয়? এই প্রশ্ন গুলোর উত্তর জানার জন্য মানুষ উঠে পড়ে লেগেছে। কারণ বাংলাদেশের একটি সমিক্ষায় দেখা গেছে, বাংলাদেশের প্রায় ২ কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত। 

কিডনি রোগ এমন একটি মারাত্মক রোগ, যাকে বলা হয়ে থাকে নিরব ঘাতক। এমন নামকরণের কারণ হচ্ছে কিডনির প্রায় ৭০-৮০ ভাগ নষ্ট হয়ে যাওয়ার পর সাধারণত কিডনি রোগের লক্ষণগুলো প্রকাশ পেয়ে থাকে। 

কোন মানুষের কিডনি যদি ২০ থেকে ৩০ ভাগও কাজ করে তাহলে চিকিৎসার মাধ্যমে সেই মানুষটি সুস্থভাবে বেঁচে থাকতে পারবে কিন্তু যদি ভয়ঙ্কর রূপ ধারণ করে তাহলে জীবন বাঁচানো সম্ভব হয়ে ওঠেনা। কিডনি নিরব ঘাতক হওয়ায় কিডনি রোগের কারণ অনেকেই জানার চেষ্টা করেন। অবশ্য প্রত্যেক সচেতন মানুষকেই কিডনি নষ্ট হওয়ার কারণগুলো সম্পর্কে সাম্যক জ্ঞান রাখা জরুরী।

কি কি কারণে কিডনি রোগ হয়? কিডনি রোগ কেন হয়? কিডনি নষ্ট হওয়ার কারণঃ
১. দীর্ঘ সময় প্রসাব ধরে রাখা ২. কম পরিমাণ পানি পান করা ৩. অতিমাত্রায় লবন গ্রহণ করা ৪. অতিমাত্রায় প্রোটিন গ্রহণ ৫. নিয়মিত ব্যথানাশক ওষুধ সেবন ৬. কোমল পানীয় গ্রহণ ৭. ধূমপান করা ৮. অতিমাত্রায় ক্যাফেইন গ্রহণ ৯. রাতে কম ঘুমানো ১০. অতিমাত্রায় সোডা গ্রহণ করা ১১.অতিমাত্রায় অ্যালকোহল গ্রহণ ১২. মাত্রাতিরিক্ত পরিশ্রম করা ১৩. শরীরচর্চা না করা ১৪. ম্যাগনেসিয়ামের অভাব ১৫. ভিটামিন বি-৬ এর অভাব ১৬. হাই ব্লাড প্রেসার (উচ্চ রক্তচাপ) ১৭. ডায়াবেটিস ১৮. নেফ্রাইটিস ১৯. বংশগত কারণ ২০. সঠিক সময়ে চিকিৎসা না নেয়া। 

শরীরে কিডনির প্রধান কাজঃ
কিডনির প্রধান প্রধান কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে শরীরে হরমোন উৎপাদন করা, রক্ত পরিশোধন করা, শরীর থেকে বজ্র বা অপ্রয়োজনীয় পদার্থ ছাকুনির মাধ্যমে বের করে দেয়া, ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ করা, শরীরে খনিজ লবনের ভারসাম্য রক্ষা করা ইত্যাদি।